English for Madrasah Students

মাদরাসার ছাত্র, শিক্ষা সমাপনকারী ও শিক্ষকদের জন্য বিশেষ ইংরেজি কোর্স

এই কোর্সটি তালিবুল ইলম ও আলিম-মুয়াল্লিম সাহেবদের জন্য বিশ্বের যেকোনো প্রান্তে দ্বীনি খেদমত আঞ্জাম দিতে এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে আন্তর্জাতিক ভাষা ইংরেজি শেখার একটি বিশেষ আয়োজন।

এই আয়োজনের মাধ্যমে আমরা মাদরাসার ছাত্র, শিক্ষক ও শিক্ষা সমাপনকারী আলিমদের তাদের উপযোগী বিশেষ পদ্ধতিতে ইংরেজি ভাষায় অন্তত প্রি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পৌঁছে দেবার চেষ্টা করবো।

আমরা নয়টি ধাপে A1 ও A2 পুরোটা কাভার করে B1 লেভেলেরও অনেকটাই শেখাবার চেষ্টা করবো। এমনকি তারপরের জার্নিং কেমন হবে তারও একটা বিস্তারিত গাইডলাইন দেবো, ইনশাআল্লাহ।

Learn English

কিভাবে

English for Madrasah Students কোর্সটি মাদরাসার ছাত্র, শিক্ষা সমাপনকারী ও শিক্ষকদের ইংরেজি ভাষা দক্ষতায় বৈপ্লবিক পরিবর্তন আনবে?

০১ আরবি থেকে ইংরেজি শেখা

নাহু-সারফের সাথে ইংলিশ গ্রামারের পারস্পরিক সম্পর্ক যথাসম্ভব কাজে লাগিয়ে ইংরেজি ভাষার প্রাথমিক বিষয়গুলিতে শতভাগ দক্ষতার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করা।

০২ শূন্য থেকে শিখরে যাত্রা

একেবারে সূচনা থেকে ইংরেজি শব্দভাণ্ডার ও ব্যাকরণ সমৃদ্ধ করার সাথে সাথে ভাষার মৌলিক দক্ষতাগুলি— শোনা, বলা, পড়া, লেখা — গড়ে তোলা।

০৩ অ আ ক খ থেকে অনর্গল বলতে শেখা

সাধারণ বাক্য থেকে আস্তে আস্তে বিষয়ভিত্তিক কথা বলা শেখার চেষ্টা করা। তারপর দৈনন্দিন পরিস্থিতিতে কথোপকথন দক্ষতা এবং সাবলীলতা বৃদ্ধিতে কাজ করা। একটা পর্যায়ে সর্বক্ষেত্রে সাবলীলতা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করা।

০৪ কঠিনকে সহজ করা

ক্রমশ উন্নত ব্যাকরণ, সূক্ষ্ম শব্দভাণ্ডার এবং জটিল বাক্য গঠন আয়ত্ত করা।

০৫ ভয়কে জয় করা

বিভিন্ন প্রসঙ্গে উচ্চ স্তরের সাবলীলতা ও আত্মবিশ্বাস অর্জনের জন্য দক্ষতাকে পরিমার্জন করা।

আপনাদের প্রশ্ন, আমাদের উত্তর

কোর্সে অংশগ্রহণের সিদ্ধান্ত নিতে আপনাদের মনে কিছু প্রশ্ন উঁকি দিতে পারে। আমরা এখানে আপনাদের বহুল জিজ্ঞাতিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে যদি আর কোন জিজ্ঞাসা থাকে, স্ক্রিনের নিচের ডান পাশে থাকা চ্যাট বাবলটিতে ক্লিক করে সরাসরি আমাদের সাথে কথা বলে নিতে পারেন।

আমাদের ওয়েবসাইট ব্যবহারের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে একটি ভিডিও তৈরি করে দিয়েছি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

জ্বি, কোর্সটি তাদের জন্যই তৈরি করা হয়েছে। কেউ যদি কেবল ইংরেজি বর্ণমালা জানেন এবং দেখে দেখে একটু আধটু পড়তে পারেন, এই কোর্সটি থেকে আপনি শতভাগ উপকৃত হতে পারবেন বলে আশা করছি। আপনাকে অন্যদের চেয়ে খানিকটা বেশি সময় ও শ্রম দিতে হবে— এই আরকি।

লাগাতার প্রতিদিন ঘন্টা তিনেক সময় দিলে ৬০ দিনে শেষ করতে পারবেন বলে আশা করছি। বাকিটা নির্ভর করছে আপনার উপর। কারণ আপনার বর্তমান ভাষা দক্ষতার অবস্থা, রোজ বসা না-বসা, নিয়মতান্ত্রিক সময় দেয়া না-দেয়া ও মনোযোগের কম-বেশ কোর্সটি সফলভাবে শেষ করায় বহুলাংশে প্রভাব ফেলবে।

কোর্স মেটেরিয়াল হিসেবে আমরা অ্যাকটিভ ইংলিশ বইটি ব্যবহার করব। আপনি বইটি রকমারি অথবা লোকাল শপ থেকে সংগ্রহ করতে পারেন। রকমারি লিঙ্ক: এখানে ক্লিক করুন

পাশাপাশি বাংলা একাডেমি ইংলিশ বেঙ্গলী ডিকশনারী সংগ্রহ করলে অনেক লাভ হবে। রকমারি লিঙ্ক: এখানে ক্লিক করুন

এর বাইরে একটি ভালো খাতা, হাইলাইটার, পেন্সিল, পেন্সিল শার্পেনার, ইরেজার ইত্যাদি রাখার কথা বলা বাহুল্য।

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কোর্সে কন্টেন্টের বাইরেও অনেক ফ্রি রিসোর্স শেয়ার করা হবে। অবশ্যই এখানে জয়েন করবেন। তাছাড়া ফেসবুক পেইজে মেসেজ দিয়ে হেল্প নিতে পারবেন। আর ফেসবুক গ্রুপে তো ২৪/৭ সাপোর্ট পাবেন।

সব ধরণের সহায়তার ক্ষেত্রে আমরা কোনো অবহেলা করব না, ইনশাআল্লাহ। কারণ ইংলিশ ফর মাদরাসা স্টুডেন্টস কোর্সটিকে আমরা একটি সেবা বা খেদমত হিসেবে বিবেচনা করছি।

জ্বি, আছে। ইংলিশ ফর মাদরাসা স্টুডেন্টস কোর্সটির ইন্সট্রাক্টর প্রায় দেড় যুগ যাবত ESL শিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও ইংরেজি কোর্স করিয়েছেন।

তার অ্যাডভান্স কোর্সগুলো পাবেন লার্ন ইউথ আজাদ ওয়েবসাইটে। চাহিদা অনুযায়ী এখানকার যেকোনো রেকর্ডিড কোর্সে ভর্তি হতে পারবেন। তবে তার বাৎসরিক লাইভ কোর্সটি এখন আর চলমান নেই।

জ্বি, অ্যাডভান্স কোর্সগুলো পাবেন লার্ন ইউথ আজাদ ওয়েবসাইটে।

বিকাশ, নগদ, রকেট ও উপায়— মোবাইল ব্যাংকিং সেবাগুলোর মাধ্যমে কোর্স ফি পরিশোধ করতে পারবেন। তাছাড়া বিশেষ পরিস্থিতিতে সাপোর্টে যোগাযোগ করা সাপেক্ষে ব্যাংক মাধ্যমেও ফি পরিশোধের অবকাশ আছে।

আমাদের ফেসবুক পেইজে মেসেজ পাঠাতে পারেন। এটাই সবচেয়ে সহজ মাধ্যম। মেসেজ পেলে যতটা জলদি সম্ভব আমরা সাড়া করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

এখানে ক্লিক করলে মেসেঞ্জার অ্যাপে আমদের পেইজ চলে আসবে।

তাছাড়া ওয়েবসাইটের কন্টাক্ট পেইজ থেকেও যোগাযোগ করতে পারেন।

৫০% ছাড় মিস না করতে এখনই এনরোল করুন

০১ শাওয়াল ১৪৪৬ বা ৩১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত ৭৫% ছাড় দেয়া হয়েছিল। এখন ৫০% ছাড় চলমান আছে। এটাও অচিরেই বন্ধ হয়ে যাবে। এরপর কেউ অংশগ্রহণ করতে চাইলে রেগুলার প্রাইসে এনরোল করতে হবে। যারা ৭৫% ছাড়ের অফার মিস করেছেন তারা ৫০% ছাড়ও আবার মিস করবেন না। অন্যথায় পরে দ্বিগুণ খরচ করে কোর্সে অংশগ্রহণ করতে হবে।